কুড়িগ্রামের পরিচয়

বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত কুড়িগ্রাম জেলা। ভারতের সাথে তিনটি রাজ্যের সীমান্তঘেষা এ জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রক্ষ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর, ফলকুমর, নীলকমল, গঙ্গাধর, শিয়ালদহ, কালজানী, বোয়ালমারি, ধরনী, হলহলিয়া, সোনাভরি, জিঞ্জিরাম, জালছিড়া প্রভৃতি নদ নদী।এ জেলা ভাওয়াইয়া গানের জেলা হিসেবে পরিচিত। ইতোপূ্র্বে এ জেলা মঙ্গার জেলা হিসেবে পরিচিত হলেও সরকারি ও বেসরকারি পর্যায়ের নানা উদ্যোগে এখন মঙ্গার চালচিত্র বদলে গেছে । এ জেলা এখন খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা।


ভৌগোলিক সীমানা

কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের মেঘালয় রাজ্য ও যমুনা নদী এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকাসমূহ

এই জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:
 উলিপুর উপজেলা
 কুড়িগ্রাম সদর উপজেলা
 চর রাজীবপুর উপজেলা
 চিলমারী উপজেলা
 নাগেশ্বরী উপজেলা
 ফুলবাড়ী উপজেলা
 ভুরুঙ্গামারী উপজেলা
 রাজারহাট উপজেলা
 রৌমারী উপজেলা
 জেলা পরিসংখ্যান

আয়তন: ২২৩৬.৯৪ বর্গ কি. মি.

সংসদীয় এলাকার সংখ্যা: ৪টি, নাম ও এলাকা: (১) কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরঙ্গামারী) (২) কুড়িগ্রাম- ২(রাজারহাট, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী) (৩) কুড়িগ্রাম – ৩ (উলিপুর) (৪) কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর)

জনসংখ্যা : মোট- ১৮০১৩৫৬ জন, পুরুষ- ৯০৫৯৪৪ জন, মহিলা- ৮৯৫৪১২ জন
 ভোটার সংখ্যা : মোট- ১০৮১১৫৭ জন, পুরুষ: ৫৪১৮৯৫ জন, মহিলা- ৫৮১০৬২ জন
 শিক্ষার হার: ৩৬.৯৯%
 উপজেলার সংখ্যা : ৯টি
 পৌরসভার সংখ্যা : ৩টি
 ইউনিয়ন পরিষদের সংখ্যা: ৭২টি
 গ্রামের সংখ্যা: ১৮৬০টি
 কলেজের সংখ্যা: ৬৪টি
 হাইস্কুলের সংখ্যা ২৬৬টি
 মাদ্রাসার সংখ্যা: ২৩৮টি
 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৬৩টি
 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৪৫টি
 মসজিদের সংখ্যা: ৩৪৯৩টি
 মন্দিরের সংখ্যা: ১৮০টি
 গির্জার সংখ্যা: ৩টি
 মোট আবাদী জমির পরিমাণ: ২৫৯৬০৮.২১ এশর
 অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, কাউন প্রভৃতি।
 শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট- ৮৯৩টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ৮৬২টি কুটির শিল্প।
 পাকা রাস্তা : ৪১৪.৯২ কি. মি.
 কাচা রাস্তা: ৪২৬৭.৫৬ কি. মি.

Latest